Tuesday, March 3, 2015

আমার জীবনের প্রথমপ্রেম by রেজা


প্রথম ভালোলাগা, প্রথম কাউকে ভালোবাসা, প্রথম কাউকে নিয়ে স্বপ্ন দেখা !! প্রথম হাতে হাত রেখে হাঁটা;প্রথম একসাথে রিকশায় ঘুরা;প্রথম ছাদের উপর দাঁড়িয়ে একসাথে চাঁদ দেখা; প্রথম গাছের নিচে কবুতরের জোড়ার মত বসে থাকা;প্রথম কারো সাথে মান-অভিমান করা, ঝগড়া করা, দুষ্টুমি করা!! সবকিছুই সযত্নে, খুব আপন করে তুলে রেখেছি, গুছিয়ে রেখেছি, শুধুমাত্র তোমার জন্য।   আমি জানি একদিন তুমি আসবে এবং তোমার অধিকার তুমি বুঝে নিবে। মাঝে মাঝে মনে হয় কি জানো? সত্যি তুমি অনেক অনেক অনেক ভাগ্যবতী, কেননা আমার জীবনের সবকিছুতে তুমিই হবে প্রথম, তুমিই হবে আমার জীবনের প্রথমপ্রেম, প্রথম ভালোলাগা, প্রথম ভালোবাসা।

No comments:

Post a Comment

Pages

My photos

My photos

Followers