Showing posts with label reza. Show all posts
Showing posts with label reza. Show all posts

Saturday, March 7, 2015

নিয়ে নিন “HSC Exam Routine 2015 BD” এন্ড্রয়েড অ্যাপসটি

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আজ  এইচ. এস. সি পরীক্ষার্দের জন্য নিয়ে আসলাম “HSC Exam Routine 2015 BD” নামক এন্ড্রয়েড অ্যাপসটি। অনেকেই হয়তো বিভিন্ন ওয়েব সাইট থেকে রুটিন টি পেয়েছেন। কিন্তু  বেশীর ভাগ রুটিন এই দেখা যায় যে যার যার ওয়েব সাইট এর নাম এর লেবেল এর ফলে এবং ঝাপসা স্ক্রনিং এর কারনে স্পষ্ট না, তাই এর মাধ্যমে আপনার মোবাইলে ঝক ঝকে রুটিন দেখতে পাবেন।

এটা একটা সম্ভাব্য রুটিন অফিসিয়াল নয় যা সকল বোর্ড এ পাঠানো হয়েছে , বোর্ডর অনুমতি স্বাপেক্ষে চুড়ান্ত অফিসিয়াল রুটিন ১২ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে। যদি এই রুটিন পরিবর্তন হয় তাহলে অ্যাপসটি ও অটোমেটিক আপডেট করা হবে। আশা করি শিক্ষার্ী দের উপকারে আসবে।

সাইজ : ১.৬ মেগাবাইট

গুগল প্লে তে :

ডাউনলোড লিংক

Tuesday, March 3, 2015

আমার জীবনের প্রথমপ্রেম by রেজা


প্রথম ভালোলাগা, প্রথম কাউকে ভালোবাসা, প্রথম কাউকে নিয়ে স্বপ্ন দেখা !! প্রথম হাতে হাত রেখে হাঁটা;প্রথম একসাথে রিকশায় ঘুরা;প্রথম ছাদের উপর দাঁড়িয়ে একসাথে চাঁদ দেখা; প্রথম গাছের নিচে কবুতরের জোড়ার মত বসে থাকা;প্রথম কারো সাথে মান-অভিমান করা, ঝগড়া করা, দুষ্টুমি করা!! সবকিছুই সযত্নে, খুব আপন করে তুলে রেখেছি, গুছিয়ে রেখেছি, শুধুমাত্র তোমার জন্য।   আমি জানি একদিন তুমি আসবে এবং তোমার অধিকার তুমি বুঝে নিবে। মাঝে মাঝে মনে হয় কি জানো? সত্যি তুমি অনেক অনেক অনেক ভাগ্যবতী, কেননা আমার জীবনের সবকিছুতে তুমিই হবে প্রথম, তুমিই হবে আমার জীবনের প্রথমপ্রেম, প্রথম ভালোলাগা, প্রথম ভালোবাসা।
*মাসুম বিল্লাহ রেজা*
(অভিমানী ছেলে

এই, তুই কি আমায় নিত্যদিন রাত জাগাবি? ঘুম কাতরে চোঁখ রাঙিয়ে আলতো করে ছোঁয়ে দিবি? ভোর না হতেই স্বপ্নে এসে অচেতনে জাগিয়ে দিবি? তুই কি আমার স্বপ্নে গড়া খুব মায়াময় ছোট্ট কুঁটিরের খুঁটি হবি? খুব সাজিয়ে রাখব তোকে, যেমন থাকে রাজকুমারী। এই, তুই কি আমার গভীর রাতে ভেঙ্গে যাওয়া ঘুম হবি? আনমনে আর আরমোরে ঝাপসা চোঁখে দূর গগনের চাঁদ হবি? আর কিছু না হোক, প্রতি রাতে প্রীতির ডোরে আটকে রবি। তুই কি আমার শীতের কালে কুয়াশার ন্যায় পথ আগলে রবি? শীতের বানে আশায় থাকা সূর্যী মামার আলো হবি? কথা দিলাম, শীত সকালে পরম আদরে জড়িয়ে থাকা ছেঁড়া কাথা হয়ে রবি। ঘাম ঝড়ানো পেশীর টান ধরানো উত্তাপ হবি? উষ্ঞ বানে প্রশান্তিময় দক্ষিনা পবন হবি? কথা দিলাম, ঘামের ন্যায়ে মোর শরীরে চুয়ে পরবি, তালপাখা হয়ে উদাম গায়ে চোঁখ বুজে মোর শরীর ছুবি। এই, তুই কি আমার প্রেমের টানে দিন অবধি রাত অপেক্ষার রানী হবি? কর্ম ছেড়ে কল্পনার ঐ বাধ ভেঙ্গে মোর স্বপ্ন বুনবি! মোর জননীর আশায় থাকা ঘরের বধু হবি? কথা দিলাম, আর কিছু না হোক ভালোবাসায় রাঙিয়ে দিয়ে জীবন ছোব, তোর জীবনের সুখের বানে ছোট্ট একটু কারন হব।

Monday, March 2, 2015

"স্বাধীনতা" অনেক প্রিয় কিছু শব্দের
মধ্যে অন্যতম একটি। স্বাধীনতা, একটি জাতির জন্মের ইতিহাস।
স্বাধীনতা, একটি দেশের জন্মের
স্মারক। স্বাধীনতা সেই জীবন কাঠির
নাম যার স্পর্শে নিদ্রামগ্ন জাতির
অন্তরে জাগে ঘুমভাঙ্গার অবিনাশী গান। শান্ত নিরীহ একটি জাতি হয়ে উঠতে পারে প্রতিবাদী সংগ্রামী।
শান্তিপ্রিয় শান্ত ছেলেমেয়েরা কোমল
হাতে তুলে নিতে পারে অস্ত্র।যার যা
কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পরার অমোঘ আহ্বান কোটি কোটি প্রাণকে এক সুতায় গেঁথে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে স্বাধীনতার...লক্ষ্যে।
স্বাধীনতা, ঘুমভাঙ্গা জাতির সুতীব্র চিৎকারের নাম। বোনের হাতে
বজ্রমুষ্টির স্লোগানের নাম।
বাংলাদেশের স্বাধীনতা অনেক
জীবনের দামে পাওয়া, কারো দানে
পাওয়া নয়। আমি একাত্তর দেখিনি,
জন্মাই নি তখনও। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার সেই অমোঘ ঘোষণা
আমাকে চোখের জল মুছে
জয় বাংলা বলে চিৎকার করার
সাহস যোগায়।
"আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি" গাই নিজের অন্তর থেকে।
এই জাতীয় সঙ্গীতের প্রতিটা লাইন
আমার মনে হয় যেন আমার মনের
কথাগুলোই রবীন্দ্রনাথ লিখে দিয়েছেন.........

কিন্তুু কোথায় গেল আমাদের এই
স্বাধীনতা, আজকাল মেস থেকে
বেরুতে পাচ্ছি না, কোথায় কখন
পুলিশ এসে ধরে নিয়ে যায়,
আবার হতে পারে কোন একটা
পেট্রোল বোমা জীবনের সুন্দর
লাল নীল স্বপ্নগুলোকে চিরকালের
জন্য কালো করে দিতে পারে ।
আমি ঘৃণা করি এই দেশের Dirty
politics কে সাধারণ জনগণের
স্বাধীনতা ছিনিয়ে নেওয়া কোন রাজনীতি না ।

আমি বাঁচতে চাই এই দেশে স্বাধীনতার সহিত । মরতে চাইনা কোন রাজনৈতিক শিকারির হাতে ।

Pages

My photos

My photos

Followers