Showing posts with label কম্পিউটিং. Show all posts
Showing posts with label কম্পিউটিং. Show all posts

Saturday, August 1, 2015

স্টার্ট মেনুতে Run বাটন যোগ করে নিন উইন্ডোজ ৭ এ।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারো হাজির হলাম আপনাদের সামনে নতুন কোন টিপস নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একেবারে সহজ একটা বিষয় নিয়ে লিখব। বেশির ভাগ মানুষই এটি জানেন।
তবে যারা তেমন কম্পিউটার নিয়ে ঘাটা ঘাটি করেন না বা একেবারে নতুন তাদের জন্য মুলত আজকের টিউন। টিউনের নাম দেখে হয়তো বুঝে গেছেন কি নিয়ে আজকে লিখব। যারা নতুন তারা অনেকে উইন্ডোজ ৭ এ Run অপশন খুজে পান না। আমিও যখন প্রথম উইন্ডোজ ইন্সটল দিলাম তখন আমারও একি দশা হয়েছিল। তাই ভাবলাম জিনিসটা ছোট হলেও দরকারি বটে সুতরাং ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক কথা বললাম এখন কাজের কথায় আসি।

1.প্রথমে আপনার টাস্ক বার এ মাউস রেখে রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
2.এরপর যে উইন্ডো ওপেন হবে সেখানে Start Menu তে ক্লিক করুন।
3.এরপর Customize এ ক্লিক করুন।
4.এরপর নিছের দিকে গিয়ে দেখুন Run Command নামে একটা অপশন আছে ওইখানে টিক দিয়ে Ok করে বের হয়ে আসুন। বোঝার সুবিধার জন্য স্ক্রীন শট দিলাম।


ফেসবুকে আমিঃ http://m.facebook.com/mb.reza.s
My twitter id :https://twitter.com/mb_reza
Google plus:- https://plus.google.com/106911654093711939290
Youtube : https://www.youtube.com/watch?v=dkhEMp-7PIE

Saturday, March 7, 2015

আসুন জেনে নিই কী-বোর্ডের শর্টকার্টগুলো।।।

কম্পিউটার চালানোর সময় কিছু Key-Board Shortcuts জানা থাকা জরুরি। এতে আপনি আরও তাড়াতাড়ি কম্পিউটার Browse করতে পারবেন। যেই জন্যই আজকে আমি আপনাদের সামনে কিছু Key-Board Shortcut দেখাব। চলুন দেখে নেই,
Action———————————Keys
*Open the Start menu——————-
Ctrl + Esc
*Find a file or folder———————F3 or
Esc + F3
*Minimize all windows——————–
Wins + M
* F1 = Help Menu
* F5 = Refresh Desktop
settings (with any Desktop
icon highlighted)
* F10 = Menu mode
* CTRL + C = Copy
* CTRL + V = Paste
* CTRL + X = Cut
* CTRL + Z = Undo
* DEL = Delete file/folder/¬ shortcut/link
* SHIFT + DEL = Bypass
Recycle Bin (permanent
DELETE!)
* ALT + ENTER = Properties
* ALT + Double-click = Properties
* SHIFT + Right-click = Show
Open With on Context menu
* SHIFT + Double-click =
Explore
* SHIFT + Close button (upper right corner X) = Close all open
windows
* CTRL + ESC = Display Start
Menu
* ALT + ESC = Cycle forward
through ALL open (top level) windows
* ALT + SHIFT + ESC = Cycle
backwards through ALL open
(top level) windows
* ALT + TAB = Move to next
active application/window
* CTRL + G = Select Go To
command
* CTRL + A = Select all files
(folders) in highlighted folder
(drive)
* BACKSPACE = Go up (back) one level
* SHIFT + F10 = Select right-
click Context Menu for
highlighted drive/folder/file/link
* Hold SHIFT = Move (instead
of copy) highlighted file/folder while dragging it between
different drives

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mb.reza.s

Thursday, March 5, 2015

পিসি শর্টকাট ভাইরাস এ আক্রান্ত???? কোন সমস্যা নাই আমি আছিনা?? [MEGA POST]

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন ???? আশা করি ভালো আছেন অনেকদিন ধরে টিউন করিনা আজ হঠাত করে বসে পরলাম পিসি এর একটা টিউন নিয়ে শর্টকাট ভাইরাস টা অনেক ফহিন্নি একটা ভাইরাস যে এটার ভেজালে পড়েছে সে জানে এটা কি করতে পারে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দেব যা USB এর সম্পূর্ণ সুরক্ষা দেবে তো আর দেরি কেন ???
D0wnload Link- http://upfile.mobi/824290
ডাউনলোড করে ইনস্টল করে নিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটিব করে নিন ফুল ভার্সন।
পরে যে ড্রাইভ ভাইরাস এ আক্রান্ত অইটা স্কেন করে ভাইরাস ডিলেট করে দিন বাস কাজ শেষ তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে তো আমি আছি ।

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mb.reza.s

আমাদের ক্যাটাগরি

Pages

My photos

My photos

Followers