Thursday, March 5, 2015

জরুরী কিছু ওয়েব সাইট ।



আমাদের ব্যস্ত জীবনে অনেককিছুর পাশাপাশি ইনটারনেটে ওয়েবসাইটগুলোর গুরুত্ব আনেক গভীর।বিভিন্ন তথ্য  ইউটিলিটি টুলসের জন্যসেগুলোর কাছে আমাদের দ্বারস্ত হতেই হয়।হয়।যেমন ধরুন,আপনি চাছ্ছেন ইমেলে আপনার বন্ধুকে একটি ১০০ মেগার ফাইল পাঠাতে কিন্ত ইয়াহুতে তা পারছেন না। আর তা যদি হয় বিনামুল্য ? ব্যবহার করে দেখতে পারেন নিচের লিংকটি:http://www.yousendit.com/

ধরুন,আপনি চাছ্ছেন নিরাপত্তার কারণে আপনার মুল্যবান ফাইলগুলো কোথও আপলোডের মাধ্যমে স্টোর করতে। আর তা যদি হয় বিনামুল্য, কেমন হয় ? ২ গেগাবাইট ফ্রি,!  ব্যবহার করে দেখতে পারেন নিচের লিংকটি:http://www.diino.com/ 
ধরুন,আপনি চাছ্ছেন আপনার ওয়েব সাইটি কোন সার্চ ইন্জিন এ সাবমিট করতে । আর তা যদি হয় বিনামুল্য, কেমন হয় ? ব্যবহার করে দেখতে পারেন নিচের লিংকটি:http://www.geocities.com/gosubmit/
ধরুন,আপনি চাছ্ছেন ডাউনলোড ছাড়াই কোন বাংলা ইউনিকোড এডিটর এ বাংলা টাইপ আর তা যদি হয় বিনামুল্য, কেমন হয় ? ব্যবহার করে দেখতে পারেন নিচের লিংকটি:http://bnwebtools.sourceforge.net/ রমজান মাস এলেই অনেকে যাকাত হিসাব করতে হিমশিম খান।কাজটা সহজকরে দিয়েছে নিচের লিংকটি ।ব্যবহার করেই দেখুন না এটা কত ।http://www.central-mosque.com/fiqh/zcalc.htm ধরুন,আপনি চাছ্ছেন আইটির উপর কিংবা বিভিন্ন সফ্টওয়ারের উপর একটা ভালো ধারণা কিংবা সেগুলো ব্যবহার করতে। আর তা যদি হয় বিনামুল্য, কেমন হয় ? ব্যবহার করে দেখতে পারেন নিচের লিংকটি:http://www.lifehacker.com/software/ 

No comments:

Post a Comment

Pages

My photos

My photos

Followers