Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts
Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

Tuesday, September 15, 2015

এন্ড্রয়েড মোবাইল দিয়া ইনকাম করুন খুব সহজে

WHAFF
WHAFF Logo
প্লে স্টোর থেকে অ্যাপ install করে টাকা আয় করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপ আছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো WHAFF Rewards । এর অসাধারন সব ফীচার একে দারুন জনপ্রিয় করে তুলেছে। এটি সত্যি সত্যি টাকা দেয় আপনি প্লে স্টোরে ইউজার রিভিও কিংবা গুগলে সার্চ করে দেখতে পারেন।
এতে টাকা আয় করতে হরে আপনাকে এতে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি কোড চাইবে। আপনি ইচ্ছে করলে এই কোডটি ব্যবহার করতে পারেন BV57395 . এই কোডটি ব্যবহার করলে আপনি $0.3 পাবেন।আমি জানি কোন রেফারেল দেয়া নীতিতে নেই কিন্তু কোন কোড ব্যবহার করা ছাড়া লগ ইন করতে পারবেন না। তাই এই কোডটি দিতে হলো। তাই সবার সার্থেই কোডটি দিতে হলো। এটা কোন ফেসবুক ফিশিং না। আপনি গুগলে সার্চ করে বা প্রে স্টোরে ইউজার রিভিও দেখে বিষয়টি নিস্চিত হতে পারেন। আর এটি প্লে স্টোর থেকে 1 মিলিওনের বেশি বার ডাউনলোড করা হয়েছে।
এবার দেখা যাক কিভাবে আয় করতে পারবেন : এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ। চলুন দেখি আয় করার পদ্ধতি গুলো:
  • প্লে স্টোর থেকে WHAFF এ দেয়া কোন অ্যাপ Install করলেই পবেন $0.05-$0.12 পর্যন্ত।
  • WHAFF দিয়ে Install করা অ্যাপটি প্রতিদিন ব্যবহার করলেই পাবেন $0.02-$0.1 পর্যন্ত। তবে একটি নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন।
  • WHAFF দিয়ে install করা অ্যাপটি uninstall না করলে প্রতিদিন পাবেন $0.01-$0.1 পরযন্ত।
    প্রতিদিন WHAFF এ attendance চেক করলে পাবেন $0.01
  • প্লে স্টোরে WHAFF এর উপর রিভিও কররে পাবেন $0.1
  • গুগল প্লাসে WHAFF কে অ্যাড করলে পাবেন $0.1
  • এটি রেফারেলও সাপোট করে। তাই রেফারেল করেও টাকা আয় করতে পারবেন।
টাকা Payout করার পদ্ধতি সমূহ:
  • Google Play Gift Card(কমপক্ষে $12)
  • Amazon Gift Card(কমপক্ষে $10.5)
  • Paypal (কমপক্ষে 10.5)
  • Itunes Gift Card(কমপক্ষে $12)
  • Xbox Gift Card(কমপক্ষে $10.5)
  • Facebook Gift Card(কমপক্ষে $12)
  • PlayStation Gift Card(কমপক্ষে $10.5)
  • Steam Gift Card(কমপক্ষে $22)

WHAFF
WHAFF Payment Options
WHAFF ডাউনলোড : নিচের থেকে যেকোন একটি ডাউনলোড করার অপশন নির্বাচন করুন:
এছাড়া আরো অনেক সুবিধা পাবেন যেগুলো WHAFF ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ফেসবুকে আমিঃ http://m.facebook.com/mb.reza.s

Saturday, March 7, 2015

নিয়ে নিন “HSC Exam Routine 2015 BD” এন্ড্রয়েড অ্যাপসটি

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আজ  এইচ. এস. সি পরীক্ষার্দের জন্য নিয়ে আসলাম “HSC Exam Routine 2015 BD” নামক এন্ড্রয়েড অ্যাপসটি। অনেকেই হয়তো বিভিন্ন ওয়েব সাইট থেকে রুটিন টি পেয়েছেন। কিন্তু  বেশীর ভাগ রুটিন এই দেখা যায় যে যার যার ওয়েব সাইট এর নাম এর লেবেল এর ফলে এবং ঝাপসা স্ক্রনিং এর কারনে স্পষ্ট না, তাই এর মাধ্যমে আপনার মোবাইলে ঝক ঝকে রুটিন দেখতে পাবেন।

এটা একটা সম্ভাব্য রুটিন অফিসিয়াল নয় যা সকল বোর্ড এ পাঠানো হয়েছে , বোর্ডর অনুমতি স্বাপেক্ষে চুড়ান্ত অফিসিয়াল রুটিন ১২ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে। যদি এই রুটিন পরিবর্তন হয় তাহলে অ্যাপসটি ও অটোমেটিক আপডেট করা হবে। আশা করি শিক্ষার্ী দের উপকারে আসবে।

সাইজ : ১.৬ মেগাবাইট

গুগল প্লে তে :

ডাউনলোড লিংক

এবার ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলুন এন্ড্রয়েড ফোন দিয়ে !!!

যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে DSLR এর মত ব্যাকগ্রাউন্ড ব্লার করে / ছবিতে লক্ষবস্তুর বাকি অংশ ঘোলা করে ছবি তুলতে চান  তাদের জন্য সুখবর!!! সম্প্রতি গুগোল নতুন এবং অত্যাধুনিক একটি ক্যামেরা এপস রিলিজ দিয়েছে। অ্যাপ টির ইমেজ কোয়ালিটিও অন্যান্য ক্যামেরা এপসগুলোর তুলনায় খুবই ভালো।
ডাউনলোড লিঙ্ক (8 mb):  
Google Camera
Google Camera 
GoogleCamera.apk
7.4 MiB
7537 Downloads
DETAILS
অথবা,

ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.banglaphotographyschool.com/download/GoogleCamera.apk

দেখুন এই এপস এ তোলা কিছু ছবিঃ
আর একটা কথা এই সিস্টেম টা শুধু মাত্র Kitkat. এর জন্য
অ্যাপ টি ওপেন করে লেন্স ব্লার সিলেক্ট করুন। সেখানের নির্দেশাবলী অনুযায়ী ছবি তুলুন ছবি টা প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে।
সবচেয়ে ভালো হয় যদি প্লে স্টোর থেকে লেটেস্ট ভারশন টি নামিয়ে নিতে পারেন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mb.reza.s

Thursday, March 5, 2015

স্মার্টফোনে প্রোগ্রাম লেখার অ্যাপ

এতদিন প্রোগ্রামিং বিষয়টি কম্পিউটারের মধ্যে সীমাবন্ধ ছিল। প্রোগ্রাম লেখার জন্য প্রোগ্রামাররা ডেক্সটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করতেন। এ জন্য অপারেটিং সিস্টেম অনুযায়ী রয়েছে নানা ধরনের এডিটর, সফটওয়্যার, কম্পাইলার। তবে স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে ফিচার সমৃদ্ধ হওয়ায় এখন তা শুধু কম্পিউটারে সীমাবদ্ধ নেই।
চাইলে স্মার্টফোনটির সাহায্যে অনায়াসে চালিয়ে যাওয়া যাবে প্রোগ্রামিং কার্যক্রম। তবে এ জন্য থাকতে হবে অ্যাপস। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো কোড রিডার।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো
কোড রিডারগুলোর মধ্যে এটির কম জায়গা দখল করে।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বড় একটি অংশ এটিতে সমর্থন করে।
যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি সমর্থন করে না, সেগুলো প্রোগ্রামের সংশ্লিষ্ট ফাইলকেও এটি প্লেইন টেক্সট ফাইল হিসেবে খুলে রাখা যাবে।
কম্পিউটারে প্রোগ্রামিং করার সময় অ্যান্ড্রয়েড ফোনকে এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করে কোড কিপার কাজ করে।
এ ছাড়া জিমেইল বা ফাইল এক্সপ্লোরার থেকে সরাসরি ফাইল খোলা যায় এটি দিয়ে।
বিনামূল্যে এ অ্যাপটি বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে।
এক মেগাবাইটের সফটওয়্যারটি এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

আমাদের ক্যাটাগরি

Pages

My photos

My photos

Followers