যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে DSLR এর মত ব্যাকগ্রাউন্ড ব্লার করে / ছবিতে লক্ষবস্তুর বাকি অংশ ঘোলা করে ছবি তুলতে চান তাদের জন্য সুখবর!!! সম্প্রতি গুগোল নতুন এবং অত্যাধুনিক একটি ক্যামেরা এপস রিলিজ দিয়েছে। অ্যাপ টির ইমেজ কোয়ালিটিও অন্যান্য ক্যামেরা এপসগুলোর তুলনায় খুবই ভালো।
ডাউনলোড লিঙ্ক (8 mb):
অথবা,
ডাউনলোড করুন এখান থেকেঃ http://www.banglaphotographyschool.com/download/GoogleCamera.apk
দেখুন এই এপস এ তোলা কিছু ছবিঃ
আর একটা কথা এই সিস্টেম টা শুধু মাত্র Kitkat. এর জন্য
অ্যাপ টি ওপেন করে লেন্স ব্লার সিলেক্ট করুন। সেখানের নির্দেশাবলী অনুযায়ী ছবি তুলুন ছবি টা প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে।
সবচেয়ে ভালো হয় যদি প্লে স্টোর থেকে লেটেস্ট ভারশন টি নামিয়ে নিতে পারেন।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/mb.reza.s
My twitter id :https://twitter.com/mb_reza
No comments:
Post a Comment