Monday, March 2, 2015

"স্বাধীনতা" অনেক প্রিয় কিছু শব্দের
মধ্যে অন্যতম একটি। স্বাধীনতা, একটি জাতির জন্মের ইতিহাস।
স্বাধীনতা, একটি দেশের জন্মের
স্মারক। স্বাধীনতা সেই জীবন কাঠির
নাম যার স্পর্শে নিদ্রামগ্ন জাতির
অন্তরে জাগে ঘুমভাঙ্গার অবিনাশী গান। শান্ত নিরীহ একটি জাতি হয়ে উঠতে পারে প্রতিবাদী সংগ্রামী।
শান্তিপ্রিয় শান্ত ছেলেমেয়েরা কোমল
হাতে তুলে নিতে পারে অস্ত্র।যার যা
কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পরার অমোঘ আহ্বান কোটি কোটি প্রাণকে এক সুতায় গেঁথে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে স্বাধীনতার...লক্ষ্যে।
স্বাধীনতা, ঘুমভাঙ্গা জাতির সুতীব্র চিৎকারের নাম। বোনের হাতে
বজ্রমুষ্টির স্লোগানের নাম।
বাংলাদেশের স্বাধীনতা অনেক
জীবনের দামে পাওয়া, কারো দানে
পাওয়া নয়। আমি একাত্তর দেখিনি,
জন্মাই নি তখনও। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার সেই অমোঘ ঘোষণা
আমাকে চোখের জল মুছে
জয় বাংলা বলে চিৎকার করার
সাহস যোগায়।
"আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি" গাই নিজের অন্তর থেকে।
এই জাতীয় সঙ্গীতের প্রতিটা লাইন
আমার মনে হয় যেন আমার মনের
কথাগুলোই রবীন্দ্রনাথ লিখে দিয়েছেন.........

কিন্তুু কোথায় গেল আমাদের এই
স্বাধীনতা, আজকাল মেস থেকে
বেরুতে পাচ্ছি না, কোথায় কখন
পুলিশ এসে ধরে নিয়ে যায়,
আবার হতে পারে কোন একটা
পেট্রোল বোমা জীবনের সুন্দর
লাল নীল স্বপ্নগুলোকে চিরকালের
জন্য কালো করে দিতে পারে ।
আমি ঘৃণা করি এই দেশের Dirty
politics কে সাধারণ জনগণের
স্বাধীনতা ছিনিয়ে নেওয়া কোন রাজনীতি না ।

আমি বাঁচতে চাই এই দেশে স্বাধীনতার সহিত । মরতে চাইনা কোন রাজনৈতিক শিকারির হাতে ।

No comments:

Post a Comment

Pages

My photos

My photos

Followers