*মাসুম
বিল্লাহ রেজা*
(অভিমানী ছেলে)
এই, তুই কি আমায় নিত্যদিন রাত জাগাবি? ঘুম কাতরে চোঁখ রাঙিয়ে আলতো করে ছোঁয়ে দিবি? ভোর না হতেই স্বপ্নে এসে অচেতনে জাগিয়ে দিবি? তুই কি আমার স্বপ্নে গড়া খুব মায়াময় ছোট্ট কুঁটিরের খুঁটি হবি? খুব সাজিয়ে রাখব তোকে, যেমন থাকে রাজকুমারী। এই, তুই কি আমার গভীর রাতে ভেঙ্গে যাওয়া ঘুম হবি? আনমনে আর আরমোরে ঝাপসা চোঁখে দূর গগনের চাঁদ হবি? আর কিছু না হোক, প্রতি রাতে প্রীতির ডোরে আটকে রবি। তুই কি আমার শীতের কালে কুয়াশার ন্যায় পথ আগলে রবি? শীতের বানে আশায় থাকা সূর্যী মামার আলো হবি? কথা দিলাম, শীত সকালে পরম আদরে জড়িয়ে থাকা ছেঁড়া কাথা হয়ে রবি। ঘাম ঝড়ানো পেশীর টান ধরানো উত্তাপ হবি? উষ্ঞ বানে প্রশান্তিময় দক্ষিনা পবন হবি? কথা দিলাম, ঘামের ন্যায়ে মোর শরীরে চুয়ে পরবি, তালপাখা হয়ে উদাম গায়ে চোঁখ বুজে মোর শরীর ছুবি। এই, তুই কি আমার প্রেমের টানে দিন অবধি রাত অপেক্ষার রানী হবি? কর্ম ছেড়ে কল্পনার ঐ বাধ ভেঙ্গে মোর স্বপ্ন বুনবি! মোর জননীর আশায় থাকা ঘরের বধু হবি? কথা দিলাম, আর কিছু না হোক ভালোবাসায় রাঙিয়ে দিয়ে জীবন ছোব, তোর জীবনের সুখের বানে ছোট্ট একটু কারন হব।
(অভিমানী ছেলে)
এই, তুই কি আমায় নিত্যদিন রাত জাগাবি? ঘুম কাতরে চোঁখ রাঙিয়ে আলতো করে ছোঁয়ে দিবি? ভোর না হতেই স্বপ্নে এসে অচেতনে জাগিয়ে দিবি? তুই কি আমার স্বপ্নে গড়া খুব মায়াময় ছোট্ট কুঁটিরের খুঁটি হবি? খুব সাজিয়ে রাখব তোকে, যেমন থাকে রাজকুমারী। এই, তুই কি আমার গভীর রাতে ভেঙ্গে যাওয়া ঘুম হবি? আনমনে আর আরমোরে ঝাপসা চোঁখে দূর গগনের চাঁদ হবি? আর কিছু না হোক, প্রতি রাতে প্রীতির ডোরে আটকে রবি। তুই কি আমার শীতের কালে কুয়াশার ন্যায় পথ আগলে রবি? শীতের বানে আশায় থাকা সূর্যী মামার আলো হবি? কথা দিলাম, শীত সকালে পরম আদরে জড়িয়ে থাকা ছেঁড়া কাথা হয়ে রবি। ঘাম ঝড়ানো পেশীর টান ধরানো উত্তাপ হবি? উষ্ঞ বানে প্রশান্তিময় দক্ষিনা পবন হবি? কথা দিলাম, ঘামের ন্যায়ে মোর শরীরে চুয়ে পরবি, তালপাখা হয়ে উদাম গায়ে চোঁখ বুজে মোর শরীর ছুবি। এই, তুই কি আমার প্রেমের টানে দিন অবধি রাত অপেক্ষার রানী হবি? কর্ম ছেড়ে কল্পনার ঐ বাধ ভেঙ্গে মোর স্বপ্ন বুনবি! মোর জননীর আশায় থাকা ঘরের বধু হবি? কথা দিলাম, আর কিছু না হোক ভালোবাসায় রাঙিয়ে দিয়ে জীবন ছোব, তোর জীবনের সুখের বানে ছোট্ট একটু কারন হব।
No comments:
Post a Comment