আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
চলেন কাজের কথায় যাই , আজ ফেসবুক এ এক ফ্রেন্ড পোস্ট দিয়েছে ,সে নাকি ফেসবুক নাম পরিবর্তন করতে পারছে না , আর বিষয়ে আজ আলোচনা করবো । **(মিলন খান )_(এম বি রেজা )**
চলেন কাজের কথায় যাই , আজ ফেসবুক এ এক ফ্রেন্ড পোস্ট দিয়েছে ,সে নাকি ফেসবুক নাম পরিবর্তন করতে পারছে না , আর বিষয়ে আজ আলোচনা করবো । **(মিলন খান )_(এম বি রেজা )**
- ৬০ দিনের আগে নাম চেঞ্জ করতে চান, নো প্রবলেম ! নিচের স্টেপ গুলো ভালো করে দেখুন।
- ১. প্রথমে Setting & Privacy তে যান।
- ২. তারপর Genarel এ যান।
- ৩. তারপর Name এ ক্লিক করুন।
- ৪. আপনার নামের নিচে Learn more লিখা আছে ঐখানে ক্লিক করুন।
- ৫. তারপর দেখবেন নীল রঙ্গে লিখা let us us তে যান।
- ৬. তারপর আপনি যে নান দিতে চান সেই নাম গুলো তিনটি ঘরে লিখুন । 1st name এবং last name লিখতেই হবে। middle name না লিখলেও হবে ।
- ৭. Reason for this change লিখা ঘরে ক্লিক করে Legal Name Change এ ক্লিক করুন।
- ৮. তারপর Choose এ ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড করে send করে দিন।
- ******৭২ ঘণ্টা log out করে রাখুন ****
ফেসবুকে আমিঃ http://m.facebook.com/mb.reza.s